বিবিধ

আগামী ৪০ দিন ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

চিন-সহ পাঁচ দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রীতিমতো উদ্বিগ্ন। পরিস্থিতি যাতে সঙ্কটজনক না হয়ে ওঠে, সে জন্য সরকার একাধিক পদক্ষেপ করেছে। ইতোমধ্যে কয়েকটি রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে মাস্ক। এই পরিস্থিতিতে করোনা বিশেষজ্ঞরা জানিয়ে দিলেন, আগামী ৪০ দিন ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। দরকার হলে করতে হবে আরও কঠিন পদক্ষেপ। আসন্ন ৪০দিন গুরুত্বপূর্ণ তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে করোনা বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতীতে দেখা গিয়েছে, পূর্ব এশিয়ায় করোনা আঘাত হানার ৩০ থেকে ৩৫দিনের মাথায় ভারতেও এই ভাইরাস থাবা বসিয়েছে। করোনার প্রথম পর্বের ক্ষেত্রেও সেটা দেখা গিয়েছিল, দ্বিতীয়বারেও তার অন্যথা হয়নি। তাই, দক্ষিণ এশিয়ায় কয়েকটি দেশে নতুন করে করোনা ছড়িয়ে পড়েছে। দুই পর্বে অতিমারির কথা মাথায় রেখে বলতে হয়, আগামী ৩০ থেকে ৩৫ দিন ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩৫ দিনটা বাড়িয়ে ৪০দিনও রাখা যেতা পারে। তাই, আমাদের প্রত্যেকের সতর্ক থাকা প্রয়োজন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইল্যান্ড এবং সিঙ্গাপুর থেকে যারা বিমানে করে ভারতে আসবে তাদের ক্ষেত্রে এয়ার সুবিধা ফর্ম পূরণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করতে হবে। রিপোর্ট নেগেটিভ হতে হবে। সেই সার্টিফিকেট নিয়ে ভারতে প্রবেশ করতে হবে।