খেলা ফিফা বিশ্বকাপ ২০২২

ডান পায়ের গোড়ালিতে চোট পেলেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার 

 বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে খেলার ৭৯ মিনিটে দলের চিন্তা বাড়িয়ে মাঠ ছাড়েন তারকা স্ট্রাইকার নেইমার । মাঠ ছেড়ে বেরনোর সময় দেখা যায় নেইমার তাঁর ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। এই ঘটনার পরেই উদ্বেগ বেড়েছে ব্রাজিল জাতীয় দলে।  ব্রাজিল তাদের ২০২২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে পরাজিত করে। কিন্তু নেইমারের বেঞ্চে বসে কাঁদার ছবি সেলেকাও শিবিরে চিন্তার মেঘ বাড়িয়েছে। ভিনিসিয়াস ম্যাচের পরে বলেন, ‘নেইমার আঘাত পেয়েছে, তবে আশা করি এটা বড় কিছু নয়’। যদিও ব্রাজিলের কোচ তিতে ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নেইমারের না খেলার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। যদিও দলের ডাক্তার রদ্রিগো লাসমার এই বিষয়ে কোচের তুলনায় কম আশাবাদী বলে জানা গিয়েছে। লাসমার বলেন, ‘নেইমারের ডান পায়ের গোড়ালিতে আঘাত লেগেছে। সে বেঞ্চে থাকাকালীনই আমরা চিকিৎসা শুরু করি। আরও ভাল মূল্যায়নের জন্য আমাদেরকে অবশ্যই ২৪-৪৮ ঘন্টা অপেক্ষা করতে হবে। যদিও এখনও এমআরআই করা হয়নি এবং আমরা এত তাড়াতাড়ি কোনও মন্তব্য করতে পারি না’।