কলকাতা

এনআইএ অফিসারদের গ্রেফতার নয়, রক্ষাকবচ দিলেন কলকাতা হাইকোর্ট

ভূপতিনগরকাণ্ডে আপাতত স্বস্তি এনআই-এ অফিসারদের।  ভূপতিনগর কাণ্ডে NIA অফিসারদের গ্রেফতার নয়৷ রক্ষাকবচ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কেস নং ১৪০/২০২৪ ভূপতিনগর থানার তদন্ত চলবে । ভিডিও কনফারেন্সে NIA অফিসারদের জিজ্ঞাসাবাদে অনুমতি পুলিশকে। ৪৮ ঘন্টা আগে নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদে অনুমতি। জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। ২ সপ্তাহ পর পরবর্তী শুনানি। ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA এর উপরে হামলার ঘটনার তদন্তের জন্য এনআইএ অফিসারদের তলব করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। অভিযোগকারী অফিসার এবং আক্রমণের সময় আহত একজন অফিসারকে তদন্তের স্বার্থে CRPC এর ১৬০ ধারার অধীনে নোটিস দেওয়া হয়েছে। অর্থাৎ সাক্ষী হিসাবে তলব করা হয়েছে। আহত অফিসারকে তাঁর চিকিৎসার কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। হামলার বিষয়ে তাঁদের বক্তব্য বয়ান আকারে রেকর্ড করবে পুলিশের তদন্তকারী কর্মকর্তারা।