কলকাতা

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে বাড়ল বিধি নিষেধ, বন্ধ লোকাল ট্রেন, পুজোর দিনগুলিতে থাকছে না নাইট কারফিউ

পুজোতে রাতে ঠাকুর দেখায় থাকছে না নিষেধাজ্ঞা

ফের বাড়ল রাজ্যের বিধিনিষেধের সময়সীমা। আগামীকাল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যে জারি থাকবে বিধিনিষেধ। তবে পুজোর দিনগুলোর কথা মাথায় রেখে শিথিল করা হয়েছে নিষেধাজ্ঞা। উত্‍সবের ওই দিনগুলিতে থাকবে না নাইট কারফিউ। মূলত পুজো উদযাপনে যাতে সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পুজোয় রাতে ঠাকুর দেখা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানাল, অক্টোবরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু বহাল থাকবে। তবে ছাড় দেওয়া হয়েছে পুজোর দিনগুলিতে। ১০ থেকে ২০ তারিখ পর্যন্ত রাতে যান চলাচল ও মানুষের যাতায়াতে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। ফলে রাত জেগে প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দর্শন করতে পারবেন সাধারণ মানুষ। কোভিড নিয়ন্ত্রণে রাজ্যে বিধিনিষেধ চলছে। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও লোকাল ট্রেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে পুজোর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই বিজ্ঞপ্তিতে লোকাল ট্রেন চালানোর কোনও উল্লেখ নেই। ফলে ট্রেন চলাচল অক্টোবর মাসেও বন্ধই থাকছে বলে মনে করা হচ্ছে।