কলকাতা

বিমান যাত্রীদের জন্য সুখবর, কলকাতা বিমানবন্দরে চালু হল রাত্রিকালীন বাস পরিষেবা

এবার কলকাতা বিমানবন্দরে থেকে চালু হচ্ছে রাত্রিকালীন বাস পরিষেবা। কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি হাওড়া, টালিগঞ্জ, শিয়ালদা যাওয়ার জন্য বাস পরিষেবা চালু করা হল। যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই নতুন এই রাত্রিকালীন বাস পরিষেবা চালু হল বলে জানানো হয়েছে। কলকাতা বিমানবন্দরে চালু হল রাত্রিকালীন বাস পরিষেবা। রাত ১০:০০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি হাওড়া, রাত ১১ টায় বিমানবন্দর থেকে টালিগঞ্জ এবং রাত ১২:০০ বিমানবন্দর থেকে শিয়ালদা ভায়া হাওড়া বাস পরিষেবা চালু হল। সোমবার নতুন বাস পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস বিশপ সরকার, এসিপি এয়ারপোর্ট সুরজিৎ দে, এনএসসিবিআই থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ বন্ধু দে সহ অন্যান্যরা। নতুন বাস পরিষেবা চালু হওয়ায় ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে ট্যাক্সিচালকের বচসা অনেকটাই কমবে বলে মনে করছে পুলিশ। প্রসঙ্গত, বিমানবন্দরে আগত যাত্রীদের সঙ্গে ট্যাক্সিচলকদের ভাড়া নিয়ে বাগবিতণ্ডা নিত্যদিনের ঘটনা। এবার সেই সমস্যা থেকে যাত্রীরা অনেকটাই মুক্তি পাবেন বলে আশাবাদী পুলিশ। আইপিএস বিশপ সরকার জানান, সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এই পরিষেবা চালু ছিল। তবে এনএসসিবিআই থানা এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মনে করা হয়েছিল এই পরিষেবা যথেষ্ট নয় রাত্রিকালীন বাস সার্ভিস পরিষেবা আরেকটু বাড়ানো দরকার। পরিবহণ দফতরের সহযোগিতায় আজ সেই বাস পরিষেবা চালু হল রাত বারোটা পর্যন্ত। রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত যাত্রী পরিষেবার পিকআপ টাইম। তাই এই সময়সীমা ছিল আধ ঘন্টা। সেটি কমিয়ে ১৫ মিনিট অন্তর বাস চালু করা হল। আগে রাত্রে সাড়ে নটা পর্যন্ত বাস পরিষেবা ছিল। সেটি সময়সীমা বাড়িয়ে হয়ে রাত দশটা, এগারোটা এবং রাত বারোটা করা হল। এক ঘণ্টা অন্তর আজ থেকে এই বাস পরিষেবা চালু হল।