নতুন বছরকে স্বাগত জানাতে উগান্ডার রাজধানী কাম্পালা শহরে শপিং মলে হয়েছিল চোখধাঁধানো আতসবাজির আয়োজন। বহু মানুষ এই শপিং মলে হাজির হয়েছিলেন নববর্ষকে স্বাগত জানাতে। কিন্তু উৎসবের আমেজ পাল্টে গেলো বিষাদের সুরে। নববর্ষকে স্বাগত জানাতে আতসবাজির আলোর রোশনাই শুরু হতেই, হুড়োহুড়ি পড়ে যায়। পরে দেখা যায় পদপিষ্ট হয়ে ৯জন মারা গিয়েছেন, আহত শতাধিক।