কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও বাজেট বক্তৃতায় প্যান সংক্রান্ত একটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেন, প্যান কার্ড এখন জাতীয় পরিচয়পত্র হিসেবে পরিচিত হবে। আগে ট্যাক্স ফাইল করার জন্য প্যান ছিল। বাজেটে নাগরিকদের জন্য এক বড় স্বস্তির খবর ঘোষণা করলেন অর্থমন্ত্রী ৷ এটাই নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় পর্বের ইনিংসে শেষ পূর্ণাঙ্গ বাজেট৷ নিজের ভাষণে কেওয়াইসি ও প্যান কার্ড নিয়ে এক বড় ঘোষণা করেছেন৷ KYC পদ্ধতিকে সরলীকরণ করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নির্মলা সীতারমণ। ফাইনিন্সিয়াল সিস্টেমকে পুরোপুরি ডিজিটাল করে দেওয়া হবে। নির্মলা সীতারমণ নিজের ভাষণে জানিয়েছেন প্যান কার্ডই সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য গ্রহণযোগ্য করা হবে৷ ইউনিফায়েড ফাইলিং প্রসেস সেটআপ করা হয়েছে৷ ওয়ান স্টপ সলিউশন এবং আইডেনন্টিটি আর অ্যাড্রেস অর্থাৎ পরিচয় ও বাসস্থানের ঠিকানার জন্য সমস্ত ডকুমেন্ট ডিজি লকার এবং আধারের ওয়ান স্টপ সলিউশনে আর আইডেন্টিটি অ্যাড্রেসের জন্য করা হবে৷ ডিজি লকার এবং আধারের কারণে এটাকে ওয়ান স্টপ সলিউশন করা হবে৷ কমন পোর্টালে একটি জায়গায় ডেটা থাকবে৷ যা আলাদা আলাদা এজেন্সি ব্যবহার করতে পারবে৷ কিন্তু এটা ব্যবহারের জন্য যার ডেটা তার সহমতি লাগবে৷