জেলা

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সফরে অশান্ত দিনহাটা, ভাঙচুর তৃণমূল অফিসে, আহত ৩ তৃণমূল সমর্থক

বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা, ইটবৃষ্টি, গুলি, বোমা চালানোর অভিযোগে উত্তাল দিনহাটা। যদিও গুলি-বোমা চলার কথা অস্বীকার করেছে পুলিশ প্রশাসন। তৃণমূলের দাবি, নিশীথই উত্তেজনার সৃষ্টি করেছেন। এমনিতেই প্রেমকুমার নামে নিরীহ যুবককে গুলি করে বিএসএফ খুন করায়, কোচবিহারবাসী ক্ষেপে আছেন। তার ওপর কেন্দ্রীয় বঞ্চনা, একশো দিনের কাজের টাকা আটকানো ইত্যাদি নানা কারণে যাবতীয় ক্ষোভ জমা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ওপর। শনিবার দুপুরে দিনহাটা মহকুমার বুড়িরহাট এলাকায় একটি বুথে যান নিশীথ প্রায় ৬০টি গাড়ির কনভয় নিয়ে। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে কালো পতাকা দেখান সাধারণ মানুষ ও তৃণমূল কর্মী-সমর্থকেরা। নিশীথের কনভয় খেড়বাড়ি হাটের দিকে বেরিয়ে গেলেও প্রায় ২৫ মিনিট পর ফের বুড়িরহাটের দিকে আসে। যা পুলিশের জানা ছিল না। বুড়িরহাট এলাকায় কনভয় গেলে নিশীথ-ঘনিষ্ঠদের সঙ্গে তৃণমূল সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। বিজেপি কর্মী-সমর্থকেরা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে, সমর্থকদের মোটরসাইকেল ভাঙচুর করে। সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। ঘটনায় আহত তিন তৃণমূল সমর্থক দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।