প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তবে সোমবার তাঁর এই সাক্ষাতের সময় বিহারের দশটি রাজনৈতিক দলের প্রতিনিধিও ছিলেন ৷ তাঁরা প্রধানমন্ত্রীর কাছে দেশে জাতির ভিত্তিতে জনগণনার দাবি জানিয়েছেন ৷ নীতীশ কুমার জানিয়েছেন, তাঁরা তাঁদের মতামত প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছেন ৷ প্রধানমন্ত্রীও পুরো বিষয়টি মনযোগ দিয়ে শুরু করেছেন৷ দেশে যে জাতির ভিত্তিতে জনগণনা হবে, এই নিয়ে তিনি আশাবাদী বলে জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একই সঙ্গে তিনি এই বিষয়ে নিজের মতামতও তুলে ধরেছেন ৷ কেন জাতির ভিত্তিতে জনগণনা দেশের উপকারে আসবে, সেই ব্যাখ্যাও দিয়েছেন এই জেডিইউ নেতা ৷ তাঁর কথায়, ‘‘সরকারি প্রকল্পের সুবিধা তফশিলি জাতি ও উপজাতি সহ সমাজের দুর্বল অংশে পৌঁছে যাবে ৷ ফলে তাদের উন্নতি আরও দ্রুতগতিতে হবে ৷’’ তাই এই নিয়ে দেরি করা উচিত নয় বলে তিনি মনে করেন ৷ নীতীশের কথায়, এটা কার্যকর হলে সমাজের দুর্বল অংশের দিকে তাকিয়ে উন্নয়নের পরিকল্পনা আলাদা করে করা যাবে ৷ সেই কারণে তাঁরা বিহার বিধানসভায় এই বিষয়টি দু’বার ঐক্যমত্যের সঙ্গে পাস করিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে সেই প্রস্তাব পাঠিয়েছেন ৷ আর নিয়ে কারও কোনও ভয় পাওয়ার কারণ নেই বলেই তিনি মন্তব্য করেছেন ৷