দেশ

সকালে ইস্তফা, বিকেলেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার!

সামনেই লোকসভা নির্বাচন । তার আগেই ভাঙছে-গড়ছে জোট। বিজেপিকে হারাতে ২৬টি বিরোধী দল মিলে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট । ওই জোটের কাণ্ডারী ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। নির্বাচন এগিয়ে এসেছে, এই সময়ে জোটের হাত শক্ত করার বদলে নিজেই শিবির বদল করছেন নীতীশ। মহাগঠবন্ধন জোট ছেড়ে তিনি ফের যোগ দিচ্ছেন বিজেপি শাসিত এনডিএ-তে। আজ, রবিবারই বিহারের মহা নাটকের যবনিকা পতন হতে পারে।সূত্রের খবর, আজ সকালে পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করবেন নীতীশ কুমার। বৈঠক সেরেই তিনি যাবেন রাজ্যপালের কাছে। মুখ্যমন্ত্রী পদ থেকে সাময়িকভাবে ইস্তফা দেবেন নীতীশ কুমার। এরপরই তিনি এনডিএ শিবিরে যোগ দেবেন। মহাগঠবন্ধন জোট ভাঙিয়ে নিজের বিধায়কদের পাশাপাশি কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ককেও নিয়ে এনডিএ-তে যাবেন নীতীশ কুমার। সব কিছু ঠিক থাকলে রবিবার বিকেলেই আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ কুমার। উল্লেখ্য, ২০২২ সালে নীতীশ কুমার যখন এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন।