এবার কি পালাবাদল হতে চলেছে বিহারে ? বিজেপির সঙ্গে ভাঙন ধরছে নীতিশ কুমারের জনতা দল (ইউনাইটেড)-এর? সাম্প্রতিক কিছু ঘটনা সেই ইঙ্গিতই দিচ্ছে ৷ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে যাননি বিহারের মুখ্যমন্ত্রী ৷ তবে বিজেপির সঙ্গে জেডিইউ-এর এই ঠান্ডা লড়াই চলছে বেশ কয়েক মাস ধরেই ৷ রবিবার সন্ধ্যায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ফোন করার পর থেকে নানা জল্পনা শুরু হয়েছে। শুক্রবার তিনি দিল্লি যাচ্ছেন। সূত্রের খবর, সোনিয়ার সঙ্গে নীতীশের বৈঠক হতে পারে। সোমবার রাতে কংগ্রেস নেতৃত্ব বিহারের ১৯ জন বিধায়ককে নিয়ে বৈঠক করেন। ইতিমধ্যে বিহারে পৌঁছেছেন দালের রাজ্যসভা সদস্য অখিলেশ প্রসাদ সিং এবং বিহারের ইন চার্জ ভক্তচরণ দাস। তবে সোমবার জেডিইউ নেতা উপেন্দ্র কুশওয়া দাবি করেছেন, বিজেপির সঙ্গে তাদের কোনও ঝামেলা হয়নি। সব ঠিক আছে।