জেলা

‘সেনাবাহিনীর হেলিকপ্টার থাকলে রাজ্যেরটার কোনও দরকার নেই’, হেলিকপ্টার বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল

শান্তিনিকেতনে গিয়ে হেলিকপ্টার বিতর্কে মুখ খুললেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি বলেন, যদি সেনাবাহিনীর হেলিকপ্টার থাকে, তাহলে রাজ্যের হেলিকপ্টারের দরকার নেই । উল্লেখ্য, পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের লোক মহোৎসবে যোগ দেওয়ার জন্য শান্তিনিকেতনে সফর করতে রাজ্যের কাছে হেলিকপ্টার চেয়েও পাননি রাজ্যপাল ৷ তাই আজ সকালে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে শান্তিনিকেতনে যান তিনি ৷ এই প্রথম নয় ৷ এর আগেও বিভিন্ন সময়ে এমন ঘটনা ঘটেছে ৷ বিভিন্ন জেলায় যাওয়ার জন্য রাজ্যের কাছে হেলিকপ্টার চাইলেও তা পাননি রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনও কারণ দেখানো হয়েছে রাজ্য সরকারের তরফে ৷ এ বারও সেই ঘটনাই ঘটে ৷ রাজভবনের তরফে জানানো হয়, রাজ্যপালের শান্তিনিকেতনে যাওয়ার জন্য হেলিকপ্টারের প্রয়োজন ছিল ৷ রাজ্যের কাছে সেই আবেদন জানানো হলেও, হেলিকপ্টার দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় সরকার ৷ এ দিন শান্তিনিকেতনের অনুষ্ঠান শেষে এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, এটা কোনও বিষয়ই নয় ৷ আমি সেনাবাহিনীর হেলিকপ্টার চড়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছি । তাই সেনাবাহিনীর হেলিকপ্টার থাকলে রাজ্যের হেলিকপ্টারের কোনও দরকার নেই । এ দিকে, বৃহস্পতিবার শান্তিনিকেতনে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের লোক মহোৎসবের উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি বলেন, ভারত দ্রুত অর্থনীতি ও সেনাবাহিনীতে বিশ্বের প্রথম শক্তিধর দেশ হবে । কিন্তু, শিল্প-কৃষ্টিতে ভারত বিশ্বের শক্তিশালী দেশ । এ দিন প্রায় ২ ঘণ্টা সৃজনী শিল্পগ্রামের অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল ৷ বীরভূমের শিল্প-সাহিত্যে অবদান রাখার জন্য বেশ কয়েকজনকে সম্মাননা জ্ঞাপন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।