জেলা

‘‌অবকি বার ট্রাম্প সরকার,‌ স্লোগান কেন উঠেছিল?’‌ গ্রেটা-রিহানাদের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে একহাত নিলেন অধীর

কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পপস্টার রিহানা, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ কৃষক আন্দোলনকে সমর্থন জানাতেই কেন্দ্র সরকার বিদেশিদের সমালোচনা শুরু করেছে। এমনকি টিম ইন্ডিয়ার একাধিক ক্রিকেটার ও বিনোদন জগতের সেলিব্রিটিরা সরকারের পাশে দাঁড়িয়েছেন। এতেই ক্ষোভে ফুঁসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর। তিনি স্পষ্ট বলেছেন, যখন কিছু জাতীয়তাবাদী নেতা ‘‌অবকি বার ট্রাম্প সরকার’‌, স্লোগান দেন, তখন তো এত সমালোচনা হয়নি। তাহলে এখন কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করায় রিহানাদের সমালোচনা কেন করা হবে?‌
এই বিষয়ে একাধিক টুইট করেছেন অধীর। একটি টুইটে বলেছেন, ‘‌দেশের কিছু নেতা যখন অবকি বার ট্রাম্প সরকার স্লোগান দিয়েছিলেন। তার অর্থ কী ছিল?‌ আমেরিকার নির্বাচন নিয়ে আমাদের কেন এত মাথাব্যথা?‌ কিংবা মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার পর ‘‌ব্ল্যাক লাইভস ম্যাটার’‌ প্রতিবাদে আমরা অংশ নিয়েছিলাম। তখন তো এটা নিয়ে কেউ প্রতিবাদ করেনি?‌’‌ এরপরই অধীর বলেন, ‘‌যেই রিহানা, গ্রেটা থুনবার্গরা কৃষক আন্দোলনকে সমর্থন করল, অমনি প্রতিবাদের ঝড় বয়ে গেল। কৃষকরা দেশের জনগণ। তাহলে কেন এত প্রতিবাদ?‌’‌ পরের টুইটে অধীর বলেছেন, ‘‌আমরা উন্নয়নশীল দেশে বাস করি। তাহলে কেন সমালোচনাকে ভয় পাব?‌ কৃষকদের উত্‍পাদিত খাবার খেয়েই আমরা বড় হয়েছি। বরং তাঁদের হয়েই তো কথা বলা উচিত।’‌