পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন জখম উত্তরবঙ্গের আইজি প্রতাপ সিং। শুক্রবার শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়ার পথে জলপাইগুড়ি জেলার ডামডিম এলাকায় এই পথ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডামডিম এলাকায় একটি মাল বোঝাই ডাম্পারের সঙ্গে আচমকা সংঘর্ষ হয় আইজির গাড়ির। সংঘর্ষে চুরমার হয়ে যায় আইজির গাড়ির কাচ ও সামনের অংশ। জানা গিয়েছে, আইজির গাড়ি ধাক্কা লাগার পর পাল্টি খেয়ে যায়। আইজি প্রতাপ সিংয়ের হাতে – পায়ে ও মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে।। গাড়িতে তাঁর সঙ্গে চালক সহ একজন দেহরক্ষী, এসপি ট্রাফিক অবদেশ পাঠাক ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরাও গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।তড়িঘড়ি খবর দেওয়া হয়, মাল থানার পুলিসকে। পুলিশ এসে আইজিকে উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। তবে তাঁর অবস্থা স্থিতিশীল ও বিপন্মুক্ত। তাঁকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গাড়ির চালক এবং দেহরক্ষীকে মালবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ডাম্পারটিকে আটক করেছে বলে জানান মাল থানার আইসি সুজিত লামা। তবে প্রশ্ন উঠছে, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল। গোটা বিষয়টি খতিয়ে দেখছে মালবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর প্রয়োজনে গাড়ির চালক সহ বাকিদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ।