দেশ

উত্তর সিকিমে ভয়াবহ বাস দুর্ঘটনায় হত ১৬ সেনা

উত্তর সিকিমে খাদে পড়ল জওয়ানবাহী বাস এবং মৃত্যু হল ১৬ ভারতীয় সেনার। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমের কাছে ভারত-চিন সীমান্তের কাছে । নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেনাবাহিনীর গাড়ি। জখম হয়েছেন আরও চার জন। পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে পড়ার ফলে একেবারে দুমড়ে-মুচড়ে যায়। একজন সিনিয়র পুলিস অফিসার জানান, চার আহত সেনাকে হেলিকপ্টারে চাপিয়ে উত্তরবঙ্গের এক আর্মি হাসপাতালে বিমানে করে নিয়ে আসা হয়েছে। লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা নামক এলাকায় তিনটি গাড়ির কনভয় নিয়ে থাঙ্গুর দিকে এগোচ্ছিল সেনার এই বাসটি। সে সময়ই একটি পাহাড়ি বাঁকে বাসটিকে ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। চুংথাং সাব-ডিভিশনাল পুলিস অফিসার অরুণ থাটাল বলেন, সেনাবাহিনীর গাড়িটি ২০ জনকে নিয়ে সীমান্ত চৌকির দিকে যাচ্ছিল। গাড়িটি জেমা ৩ এলাকায় একটি বাঁক নেওয়ার সময় কয়েকশো ফুট গভীর খাদে পড়ে যায়।ইতোমধ্যেই ঘটনাস্থল থেকে ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত চার অবস্থা এখনও জানা যায়নি বলে জানান ওসি।