গ্রেপ্তারি এড়াতে দেশ ছেড়ে পালাননি- সাফ জানিয়ে দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার দুপুরে ইমরানকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীর খোঁজ পায়নি তারা। এই ঘটনার পরেই নিজের বাড়ি থেকে সমর্থকদের উদ্দেশে বার্তা দেন ইমরান। তিনি বলেন, কোনওদিন কারোওর সামনে মাথা নত করেননি। ভবিষ্যতে দেশ ছেড়ে পালানোরও ইচ্ছা নেই তাঁর। গ্রেফতারে ব্যর্থ হওয়ার পরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ঘুরপথে প্রতিশোধ নেওয়ার রাস্তায় হাঁটল শাহবাজ সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাষণ ও সাংবাদিক বৈঠকের সম্প্রচারে নিষেধজ্ঞা জারি করল পাক সরকারের ক্রীতদাস হিসেবে পরিচিত পাক ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। রবিবার রাতে দেশের সব টিভি চ্যানেলকে অবিলম্বে ইমরানের ভাষণ ও সাংবাদিক বৈঠকের সম্প্রচার নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।