দেশ

ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত মালগাড়ি

করমণ্ডল কাণ্ডের পর কেটেছে মাত্র ২ দিন। সোমবার সকালেই খবর, ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি মালগাড়ি বেলাইন হয়েছে। এই ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। বারগড় জেলায় এদিন বেলাইন হয় একটি মালগাড়ি। জানা গিয়েছে, তাতে ছিল চুনাপাথর। ডুংরি চুনাপাথরের খনি থেকে মালগাড়িটি যাচ্ছিল বারগড়ের মেন্দাপালি এলাকার একটি সিমেন্ট কারখানায়। দুর্ঘটনাটি ঘটেছে সেই ন্যারো গেজ লাইনে। ইস্ট কোস্ট রেলওয়ে জানিয়েছে, এই রেলপথটি ভারতীয় রেলের নয়। ফলে তা নিয়ে কোনও প্রতিক্রিয়া নেই। অন্যদিকে, গত শুক্রবার করমণ্ডল দুর্ঘটনাস্থলে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। গুরুতর আহতরা পাবেন ১ লক্ষ টাকা। অল্প আহতরা পাবেন ৫০ হাজার টাকা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে দেওয়া হবে ২ লক্ষ টাকা করে। রেলমন্ত্রক থেকে নিহতদের পরিবারকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের দেওয়া হবে ২ লক্ষ টাকা। এরপরে গত রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, যে সমস্ত যাত্রীরা রক্ষা পেয়ে বাংলায় ফিরেছেন তাঁরা ট্রমায় আছেন। এঁদের সকলকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।