দেশ

আজ থেকে অধিবেশন শুরু নতুন সংসদ ভবনে

নতুন সংসদ ভবনে প্রবেশের আগে এবং পুরানো ভবনে বিদায় জানানোর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে ভাষণ দেন। সংসদের ইতিহাস উল্লেখ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদিও। তিনি উভয় সংসদ ভবনের ৭৫ বছরের যাত্রার কথা উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর থেকে অটল বিহারী বাজপেয়ি পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রীদের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী মোদি। পার্লামেন্টের কর্মীদেরও তাঁর ভাষণে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। পুরনো সংসদ ভবনটির নির্মাণকাজ ১৯২৭ সালে সম্পন্ন হয়। তখন এর নির্মাণে ব্যয় হয়েছিল ৮৩ লক্ষ টাকা। স্থপতি এডউইন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার পুরাতন সংসদের নকশা করেছিলেন বলে জানা যায়। চলতি বছরের মে মাসে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সংসদের লোকসভা কক্ষে ৮৮৮ জন সদস্যের আসন রয়েছে। রাজ্যসভায় ৩০০টি আসন রয়েছে। এটি একটি ত্রিভুজাকার আকৃতির চার তলা বিল্ডিং, যা ৬৪,৫০০ বর্গ মিটার জুড়ে বিস্তৃত। নতুন সংসদ ভবনে তিনটি প্রধান প্রবেশপথ রয়েছে। যাদের নাম জ্ঞান দ্বার, শক্তিদ্বার ও কর্মদ্বার। এছাড়া ভিআইপি, সাংসদ ও অতিথিদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে। এদিন পুরনো সংসদ ভবনে ঢুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত তুলে অভিবাদন জানালেন সবাইকে।