চার নির্দল প্রাথী সমর্থন করলেন ন্যাশনাল কনফারেন্সকে। ফলে এবার সরকার গঠন করতে কোনও বাধা রইল না ওমর আব্দুল্লাহর। লোকসভায় বারামুলা কেন্দ্র থেকে ভোটে হেরেছেন ওমর। কিন্তু বিধানসভা ভোটে বডগাম ও গান্ডেরবাল, দুই কেন্দ্র থেকেই জিতেছেন তিনি। ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট যে সরকার গড়বে তার মুখ্যমন্ত্রী ওমরই হবেন বলে ঘোষণা করে দিয়েছেন তাঁর বাবা তথা প্রবীণ ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। আগে ওমর যখন মুখ্যমন্ত্রী পদে ছিলেন তখন জম্মু-কাশ্মীর ছিল রাজ্য। পুলিশ, আমলাদের মোতায়েন করার দায়িত্ব ছিল রাজ্যেরই হাতে। কিন্তু এখন জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। ফলে পুলিশ ও আমলাদের মোতায়েন করার ক্ষমতা থাকবে উপরাজ্যপালের হাতে। ওমর বলেছেন, ‘‘এটা হাত বেঁধে ক্ষমতায় ফেরত আসার মতো। তবে প্রধানমন্ত্রী সম্মানজনক ব্যক্তি। আমার ধারণা তিনি জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবেন। কারণ আমার মনে পড়ছে না কোথাও তিনি বলেছেন যে, জম্মু-কাশ্মীরবাসী বিজেপিকে ভোট না দিলে তাঁদের শাস্তি দেওয়া হবে।’’