সোমবার পার্কস্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যাল থেকে ওমিক্রন নিয়ে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, “কোভিড থেকে কাউকে কাউকে হয়ত আমরা ভাল করে তুলতে পারিনি। তারজন্য আমাদের দুঃখ আছে। এখনও ওমিক্রন থেকে আমাদের সাবধান থাকতে হবে। ওমিক্রন থেকে সাবধান থাকতে হবে, এটা দ্রুত ছড়ায়, মাস্ক পরতেই হবে এটা আমাদের সঙ্গী। যদিও এটা একটু বেশি ছড়ায়। বাইরে থেকে কয়েকটা কেস বারতে এসেছে। তাঁদের অনুরোধ করব নিজেদের আইসোলেশনে রাখুন। যারা বিদেশ থেকে আসছেন তাঁদের সতর্ক থাকতে হবে। পরিবারের সঙ্গে মানসিকভাবে নিজেকে যুক্ত রাখুন। কিন্তু, সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। পরিবারের সঙ্গে মনে মনে যোগাযোগ রাখুন। স্পর্শ করবেন না।” উৎসবের মধ্যে কোভিডবিধি মান্য করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।