পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সুব্রত মণ্ডল। গোড়ামহল এলাকার বাসিন্দা তিনি। বাড়ি থেকেই সুব্রতকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শনিবার এলাকায় তল্লাশি চালিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্য দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। টানা তল্লাশি চালানোড় পর সুব্রতকে গ্রেফতার করে পুলিশ। বিজেপি নেতা খুনের ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয়কৃষ্ণকে খুনের অভিযোগে যে ৩৪ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, সেই তালিকায় নাম ছিল না সুব্রতর। ওই ঘটনায় যে তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তাঁদের জেরা করে সুব্রতর নাম পাওয়া গিয়েছে। ধৃতদের স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের তমলুক আদালতে নিয়ে যাওয়া হয়েছে।