দেশ

রাষ্ট্রপতির কাছে ‘এক দেশ, এক নির্বাচন’-এর রিপোর্ট জমা দিলেন রামনাথ কোবিন্দ

চলতি সপ্তাহের মধ্যেই দিন ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের৷ কিন্তু, তার আগেই ঘটে গেল এক উল্লেখযোগ্য ঘটনা৷ ‘এক দেশ, এক নির্বাচন’ নীতি ভারতের মতো দেশে প্রণয়ন করার বাস্তব চিত্রটা ঠিক কেমন সে বিষয় নিয়ে বিশদে পর্যবেক্ষণ চালাতে মাস কয়েক আগেই একটি নির্দিষ্ট কমিটি গড়েছিলে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার৷ কমিটির দায়িত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ আজ, বৃহস্পতিবার সেই কমিটি তাঁদের ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত রিপোর্ট তুলে দিল রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাতে৷ গত বছরের ২ সেপ্টেম্বর তৈরি করা হয়েছিল এই বিশেষজ্ঞ কমিটি৷ গত ১৯১ দিন ধরে সেই কমিটির সদস্যেরা দেশজুড়ে বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তাঁদের অনুসন্ধান চালান৷ সেই অনুসন্ধানের ফল স্বরূপ ১৮ হাজার ৬২৭ পাচার এই রিপোর্ট আজ তুলে দেওয়া হল রাষ্ট্রপতির হাতে৷রিপোর্টে ‘এক দেশ, এক নির্বাচন’ অর্থাৎ, লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করানোর পক্ষেই পরামর্শ দেওয়া হয়েছে৷ সেখানে জানানো হয়েছে, ‘‘মানুষের অপ্রতিরোধ্য সমর্থন গণতন্ত্রের ভিত্তিকে আরও মজুবত করবে৷ ভারত, অর্থাৎ ইন্ডিয়া সার্বিক ভাবে কী চায়, সেই আকাঙ্খাও সর্বসমক্ষে আসবে৷’’ শুধু তাই নয়, একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হওয়ার পাশাপাশি, নির্বাচনের ১০০ দিনের মধ্যে পুর নির্বাচন করানোর কথাও বলা হয়েছে এই রিপোর্টে৷রিপোর্টে বলা হয়েছে, এই লোকসভা নির্বাচনের পরে, সংসদের প্রথম অধিবেশনে একটি দিন স্থির করা হবে৷ এরপরে যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, তার মেয়াদ হবে ২০২৯ সাল পর্যন্ত৷ তারপর, ২০২৯ সালে কেন্দ্রে তো বটেই রাজ্য সরকারের নির্বাচনও একই সঙ্গে অনুষ্ঠিত হবে৷ এতে বারবার নির্বাচনের খরচ, সাধারণ মানুষের ভোগান্তি অনেকটা লঘু হবে বলে জানানো হয়েছে রিপোর্টে৷