কলকাতা

সরকারি বাস-ট্রাম-লঞ্চের জন্য এবার একটাই পাস

কলকাতাঃ নতুন উদ্যোগ নিল পরিবহণ নিগম (WBTC)। এক অভিন্ন পাসে একদিনে কলকাতা শহরে যতবার খুশি সরকারি বাস (এসি-নন এসি), ট্রাম এবং ফেরিযাত্রার সুযোগ আনছে পরিবহণ দপ্তর। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লুবিটিসি)-এর উদ্যোগে আগামী ২১ জানুয়ারি এই অভিন্ন পাস চালু হচ্ছে। দাম মাত্র ১০০ টাকা। ‘সিটি অব জয়’কে রাজ্যবাসী তথা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের কাছে আরও সহজে তুলে ধরতে, জল এবং সড়কপথে যাত্রাকে আরও সুগম করতেই এই বিশেষ ব্যবস্থা আনছে সরকার। ২০টির বেশি পাস কাটলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়ও পাওয়া যাবে। কলকাতা বিমানবন্দর, হাওড়া-শিয়ালদহ রেল স্টেশন, বাস, ট্রাম, ফেরির টিকিট কাউন্টারে এই পাস পাওয়া যাবে। এছাড়াও ডব্লুবিটিসি’র ওয়েবসাইটে অনলাইনেও এই পাস বুক করা যাবে। সংস্থার এমডি রজনবীর সিং কাপুর বলেন, ঐতিহাসিক ট্রাম যাত্রা সহ বাস ও ফেরিতে যাত্রীদের শহরের কোণায় কোণায় সহজে পৌঁছে দিতে এই উদ্যোগ।