বিজ্ঞান-প্রযুক্তি

১ লক্ষ ৫১ কোটি টাকার কর ফাঁকি, অনলাইন গেমিং সংস্থাগুলিকে শো কজ নোটিশ পাঠালো কেন্দ্র

অনলাইন গেমিং, বেটিংয়ে ক্রমশ আসক্ত হয়ে পড়ছে আম ভারতীয়রা। আর তেমনই ব্যবসা বাড়িয়ে প্রচুর অর্থ উপার্জন করছে অনলাইন গেমিং সংস্থাগুলিতে। কিন্তু দেশের বেশ কিছু অনলাইন গেমিং সংস্থা করে ফাঁকি দিচ্ছে। যে কারণে গত দুটি অর্থবর্ষে বিভিন্ন অনলাইন গেমিং সংস্থাগুলিকে মোট ৭১টি শো কজ বা কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের অনলাইন গেমিং সংস্থাগুলি এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ১২ কোটি টাকা জিএসটি ফাঁকি গিয়েছে। আর অক্টোবর পর্যন্ত মোট ১ লক্ষ ৫১ কোটি টাকা মোট কর ফাঁকি দিয়েছে। এই বিপুল পরিমাণ কর আদায়ে মরিয়া অর্থমন্ত্রক।