কলকাতা

আজ থেকেই অনলাইনে মাধ্যমিকের নম্বর যাচাই করতে পারবেন প্রধান পরীক্ষকরা

মাধ্যমিক পরীক্ষার ফল মে মাসে তৃতীয় সপ্তাহে প্রকাশের সম্ভাবনা রয়েছে। আর তাকে মাথায় রেখেই পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখার কাজ শেষ হলেও এবার অনলাইনে নম্বর যাচাইয়ের প্রক্রিয়া শুরু করল পর্ষদ। শনিবার থেকেই অর্থাৎ আজ থেকে এই প্রক্রিয়া শুরু করছে পর্ষদ। চলবে ১ মে পর্যন্ত। স্বচ্ছতা বজায় রাখতেই অনলাইনে এই প্রক্রিয়া করা হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এর দরুন মূল্যায়নে দায়িত্ব বাড়ল প্রধান পরীক্ষকদের উপর। পর্ষদের পক্ষ থেকে যে নির্দেশিকা প্রধান পরীক্ষকদের পাঠানো হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে অনলাইনে নম্বর যাচাইয়ের প্রক্রিয়া করতে হবে। অনলাইনে নম্বর যাচাইয়ের জন্য একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে। www.wbbsedata.com এই ওয়েবসাইটের মাধ্যমে নম্বর যাচাইয়ের প্রক্রিয়া করতে পারবেন প্রধান পরীক্ষকরা।