দেশ

সংসদে জরুরি বৈঠকে বিরোধীরা

পেগাসাস (Pegasus) ইস্যুতে আজও উত্তাল হতে পারে সংসদের উভয় কক্ষ ৷ রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের নেতারা আজ লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ করতে চলেছেন ৷ তার আগে সংসদে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবে বিরোধী দলগুলি ৷ পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর আরও চড়াতে এ বার একজোট হয়ে লড়াইয়ে নামছে বিরোধী দলগুলি ৷ রণকৌশল স্থির করতে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সংসদ ভবনের বৈঠকে উপস্থিত হন বিরোধী নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গাঁধী। যোগ দিয়েছিলেন শিবসেনা, আম আদমি পার্টি, এনসিপি,  সিপিএম, আরজেডি, মুসলিম লিগ এবং ন্যাশনাল কংগ্রেসের প্রতিনিধিরা। তবে আজকের বৈঠকে ছিলেন না কোনও তৃণমূলের সাংসদ। ৷