দেশ

বাজেটের যোগফল শূন্য, কটাক্ষ রাহুল গান্ধি

বাজেটের যোগফল শূন্য ৷ নির্মলা সীতারমনের পেশ করা কেন্দ্রীয় বাজেটকে এ ভাবেই ব্যাখ্যা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ কংগ্রেসের অপর শীর্ষ সাংসদ শশী থারুরের বিদ্রুপ, এই বাজেট একটা স্যাঁতসেঁতে ছুঁচোবাজি ৷ একে ধনীদের বাজেট বলে কটাক্ষ করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ৷ নির্মলা সীতারমনের কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় একযোগে সরব হলেন বিরোধীরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই বাজেটের তুমুল সমালোচনা করেছেন ৷ এ বার বাজেটকে তুলোধোনা করল কংগ্রেস ৷ রাহুল গান্ধির মতে এটা “জিরো সাম বাজেট ৷” টুইটে রাহুল লিখেছেন, “মোদি সরকারের বাজেটের যোগফল শূন্য ৷ বেতনভুক, মধ্যবিত্ত, গরিব ও বঞ্চিত, যুব সম্প্রদায়, কৃষক ও এমএসএমই-র জন্য কিছুই এতে নেই ৷”