কলকাতা

আগামীকাল তৃণমূলের সাংগঠনিক নির্বাচন 

পাঁচ বছর পর বুধবার ফের অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। সূত্র মারফত জানা গিয়েছে, সকাল ১১টা থেকে শুরু হয়ে যাবে সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া । তার আগে স্টেডিয়ামের বাইরে থেকে ভিতরে প্রবেশের অনুমতি পত্র সংগ্রহ করতে হবে সমস্ত আমন্ত্রিতদের । মূলত দলের সাংসদ, বিধায়ক, পৌরসভার প্রতিনিধি, জেলা পরিষদ সদস্য, দলীয় পদাধিকারী, শাখা সংগঠনের প্রধানরাই হবেন এই ডেলিগেটস । আর সামগ্রিকভাবে সমস্ত নির্বাচন প্রক্রিয়ায় রেফারি তথা রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি থাকবেন পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকরা । এদিন প্রথম ধাপে মূলত দলের সদস্যদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের তৃণমূল সভানেত্রীকে পদে নির্বাচিত করা হবে ৷ এরপর, জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা, সভানেত্রীর ক্ষমতা বৃদ্ধি-সহ একাধিক বিষয় নিয়ে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দলের ভিতরে আলোচনা ও নির্বাচন প্রক্রিয়া চলবে । এখনও পর্যন্ত তৃণমূল সূত্রে যা খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হওয়ার পর জাতীয় কর্মসমিতিতে কারা ঢুকবেন সেই বিষয়টি চূড়ান্ত হবে ৷ কারা জায়গা পাবেন এই কমিটিতে তা নিয়ে জল্পনা চলছে ৷