সম্প্রতি যাত্রীদের নানা কাণ্ড কারখানায় বার বার আলোচনায় আসছে দিল্লি মেট্রো। কিছু দিন আগেই শুধুমাত্র অন্তর্বাস পরে মেট্রোয় উঠে সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছিলেন দিল্লির তরুণী রিদ্ম চানানা। তাঁকে দেখে অনেকেই অভিনেত্রী উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন। অনেকে তাঁকে ‘দিল্লির উরফি’ তকমা দিয়েছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই দিল্লি মেট্রোয় যুবকের হস্তমৈুনের ভিডিও নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে, সেই সময় প্রকাশ্যে এল আরও একটি ক্লিপ। যেখানে দিল্লি মেট্রোর মধ্যে ‘ওরাল সেক্সে’ মেতে উঠতে দেখা যায় দুই যুবককে। যে ভিডিও ট্য়ুইটার প্রকাশিত হওয়ার পরপরই তা ভাইরাল হয়ে যায়। দিল্লি মেট্রোয় এসব কী হচ্ছে বলে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন। দিল্লি মেট্রোয় যাচ্ছে, পুলিশ শিগগিরই এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক। না হলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগবে না বলে মন্তব্য করেন অনেকে। জোড়া ভিডিও জেরেই খেপে গিয়েছে দিল্লির মহিলা কমিশন। কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল নোটিস জারি করে দিল্লি পুলিশ ও দিল্লির মেট্রোকে বার্তা দিয়েছেন যে ভাবেই হোক এই ৩ যুবককে গ্রেফতার করে তাঁদের কড়া শাস্তির মুখে ফেলতে হবে। কিন্তু এটাও ঘটনা যে এই দুই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে এটাও দেখিয়ে দিয়েছে দিল্লির মানুষদের মানসিকতা কিন্তু আর সেকেলে হয়ে নেই। দুটি ঘটনা যা চূড়ান্ত লজ্জাকর, অপমানজনক এবং মহিলাদের ক্ষেত্রে চূড়ান্ত বিপদজনক, তারপরেও কিন্তু সেখানে কেই নিজের হাতে আইন তুলে নেননি। খারাপের পাশাপাশি ভাল জিনিসও কিন্তু চোখে পড়ে। দেশজুড়ে বা দিল্লির সব খারাপ এমন কিন্তু নয়।