জেলা

পুকুরে কুমির, কয়েক ঘণ্টার চেষ্টায় উদ্ধার

ফের লোকালয়ে কুমির আতঙ্ক। পাথরপ্রতিমার দক্ষিণ শিবগঞ্জ এলাকায় বনদফতরের অফিস লাগোয়া দীপককুমার মাইতি নামে এক ব্য়ক্তির পুকুরে হঠাৎ কুমির দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদফতরের আধিকারিকরা ৷ প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয় কুমিরটিকে। কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক 8 ফুট । কুমিরটিকে উদ্ধারের পর ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, পাথরপ্রতিমার কার্জন ক্রিক থেকে কোনওভাবে কুমিরটি লোকালয়ের ওই পুকুরে চলে আসে ৷