ফের লোকালয়ে কুমির আতঙ্ক। পাথরপ্রতিমার দক্ষিণ শিবগঞ্জ এলাকায় বনদফতরের অফিস লাগোয়া দীপককুমার মাইতি নামে এক ব্য়ক্তির পুকুরে হঠাৎ কুমির দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদফতরের আধিকারিকরা ৷ প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয় কুমিরটিকে। কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক 8 ফুট । কুমিরটিকে উদ্ধারের পর ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, পাথরপ্রতিমার কার্জন ক্রিক থেকে কোনওভাবে কুমিরটি লোকালয়ের ওই পুকুরে চলে আসে ৷