স্বপ্নদীপ মৃত্যুকাণ্ডের পর টনক নড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যাদবপুরের প্রাক্তনী ও বহিরাগতদের হোস্টেলে না ঢোকার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি প্রথম বর্ষের পড়ুয়াদের নিউ বয়েজ হোস্টেলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ একপ্রকার নড়েচড়ে বসল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই ঘটনায় স্বপ্নদীপের বাবা খুনের মামলা রুজু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।মৃত্যুর নেপথ্যে র্যাগিং রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের ডিন সহ অ্যান্টি র্যাগিং সেলের সদস্যদের নিয়ে বৈঠকেও বসেন। ইতিমধ্যেই তদন্ত কমিটি গড়ে তোলা হয়েছে। জয়েন্ট সিপি ক্রাইম জানিয়েছেন, প্রত্য়ক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হয়েছে।অন্যদিকে হোস্টেলের আবাসিকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বপ্নদীপ মৃত্যুকাণ্ড ছাত্র নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে ফেলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।এর আগেও একাধিকবার বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অভিযোগ উঠে এসেছে। পড়ুয়াদের একাংশের অভিযোগ, এই ধরণের অভিযোগে কর্ণপাত করেনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে শেষঅবধি স্বপ্নদীপকাণ্ডে টনক নড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ।