বিদেশ

তীব্র গরম জের, সৌদি আরবে হজে গিয়ে মৃত্যুর সংখ্যা ১৩০০ ছাড়াল

বেড়েই চলেছে মক্কায় মৃত পুণ্যযাত্রীদের সংখ্যা। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হজ করতে গিয়ে মক্কায় এখনও পর্যন্ত ১৩০১ পুণ্যযাত্রীর মৃত্যু হয়েছে। একটি বিবৃতিতে সৌদি সরকার জানায়, মূলত তাপপ্রবাহের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু মানুষ এখনও পর্যন্ত ১৩০১ জনের মৃত্যু হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে এও জানানো হয়, মৃতদের মধ্যে ৮৩ শতাংশই হজের অনুমোদন না পেয়ে রোদের মধ্যে মাইলের পর মেইল হেঁটেছেন। সরকারি পদ্ধতিতে হজে যেতে বেশ অনেক টাকা খরচ হয়। এই খরচ এড়াতে বিপুল সংখ্যক যাত্রী রেজিস্ট্রেশন ছাড়াই মক্কায় গিয়ে থাকেন। এ বারও তাই হয়েছে। রেজিস্ট্রেশন না থাকায়, সৌদি আরব সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। সুযোগ পাননি শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে থাকার। মক্কার তীব্র গরমে তাই অসুস্থ হয়ে পড়েছেন তাঁরা।এ ছাড়া এমন অনেক মানুষ ছিলেন যাঁদের শরীরে নানারকমের বার্ধক্যজনিত কারণসমস্যা ছিল। তবে মূলত গরমের জেরেই মৃত্যু হয়েছে পুণ্যার্থীদের। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ৯৮ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “প্রতি বছর ভারত থেকে বিপুল সংখ্যক তীর্থযাত্রী হজে যান। দুর্ভাগ্যবশত তাঁদের মধ্যে অনেকেই হজে গিয়ে মারাও যান। এই বছর, ১ লক্ষ ৭৫ হাজার ভারতীয় তীর্থযাত্রী হজ করতে মক্কায় গিয়েছেন। ৯ মে থেকে শুরু হয়েছে হজ, চলবে ২২ জুলাই পর্যন্ত। এখনও পর্যন্ত, ৯৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাকৃতিক কারণ, দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং বার্ধক্যজনিত কারণে তাঁদের মৃত্যু হয়েছে। আরাফাতের দিন ছয়জনের মৃত্যু হয়েছিল। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। গত বছর, হজ করতে এসে প্রাণ হারিয়েছিলেন ১৮৭ জন ভারতীয়।”