কলকাতা

মুখ্যমন্ত্রী বাসপিছু ১৫হাজার টাকা করে ভর্তুকি ঘোষণার পরেও কাল থেকে বাস নামাতে নারাজ মালিকপক্ষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাতেও মন ভরেনি মালিকপক্ষের। সাধারণ মানুষকে অতান্তরে ফেলতে না পারলে যে ওদের মন ও পকেট কিছুই ভরে না। তাই কার্যত মুখ্যমন্ত্রীর অনুরোধকে অগ্রাহ্য করে কাল থেকে রাস্তায় বাস না নামিয়ে চূড়ান্ত নোংরামির পথেই এগোচ্ছে বাস মালিকদের একটা বড় অংশ। গত শুক্রবার মুখ্যমন্ত্রী প্রতিটি বাসকে তিন মাস ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের কথা বলেছিলেন। কিন্তু তাতেও মালিকদের মন ভরেনি। তাদের চাই মাসিক প্রায় ৫০ হাজার টাকা। আর এই অবাস্তব দাবিকে সামনে রেখে ফের বাস নিয়ে নাটক জারি রাখল বাস মালিকেরা। রবিবার জয়েন্ট ফোরাম অফ বাস সিন্ডিকেট বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, যাত্রীভাড়া না বাড়ালে ওই অনুদান নিয়ে বাস চালানো সম্ভব নয়। বাস মালিকদের সংগঠন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সোমবার থেকে তারা রাস্তায় বাস নামাবে না। কারণ এতদিন সরকারের ভরতুকি দেওয়ার যে দাবি তারা করছিল, তা এখন ভুলেই মেরে দিয়েছেন মালিকপক্ষ। এখন কেবল সামনে একটাই লক্ষ্য যেনতেন প্রকারেণ বাসভাড়া বাড়িয়ে নিজেদের মুনাফা বজায় রাখা। মুখ্যমন্ত্রী একাধিকবার অনুরোধ করেছেন, এই সময়ে ভাড়া বৃদ্ধি কখনই সম্ভব নয়। কারণ, তাতে মানুষের উপর চাপ বাড়বে। প্ৰশাসনের এই কড়া মনোভাব দেখে মালিকপক্ষের একাংশ নতুন করে সরকারের উপর চাপের খেলা খেলতে শুরু করেছে। যা তাদের পুরনো অভ্যাস।