জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার কারণে ৪ বছর আগে ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ-এর গ্রে লিস্ট বা ধূসর তালিকাভুক্ত হয়েছিল পাকিস্তান। অবশেষে সেই তালিকা থেকে নিজেদের নাম বাদ দিতে সক্ষম হল আমাদের প্রতিবেশী দেশ। এর ফলে আন্তর্জাতিক বাজার ও অর্থনীতির পরিসরে নিজেদের অবস্থানে কিছুটা উন্নতিতে সক্ষম হল পাকিস্তান। এই সংবাদের পর এফএটিএফ গ্রে লিস্টকে পাকিস্তানের দীর্ঘকালীন প্রচেষ্টা ও সফলতার খণ্ডন বলে উল্লেখ করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ‘পাকিস্তান বাধ্য হয়ে ২৬/১১-র দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে’, প্রতিক্রিয়া দিয়েছে ভারত। পাকিস্তানকে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া চালিয়ে যেতে হবে বলেও জানান ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।
এফএটিএফ জানিয়েছে, পাকিস্তান জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান কমিয়েছে পাশাপাশি এই সংক্রান্ত প্রযুক্তিগত জটিলতাও ক্রমশ কাটিয়ে ওঠার লক্ষণ দেখিয়েছে। ধুসর তালিকায় থাকার অর্থ হল, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, বিশ্বব্যাঙ্ক, এশিয়া উন্নয়ন ব্যাঙ্ক, ইউরোপীয় ইউনিয়নের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সাহায্য বন্ধ হয়ে যাওয়া বা কমে যাওয়া। যা সামলানো রুগ্ন অর্থনীতির পাকিস্তানের কাছে অত্যন্ত কঠিন।