কলকাতা

মিছিলে হাঁটলেন শ্রীলেখা থেকে সেলিম, বিমান, মান্নানও

ভিক্টোরিয়া হাউস থেকে নন্দন চত্বর পর্যন্ত হল নাগরিক মিছিল, উপস্থিত ছিলেন বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্র, রাহুল বন্দোপাধ্যায়, অনীক দত্ত-সহ বিভিন্ন টলি ও টেলি জগতের নক্ষত্ররা। কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার, অম্বিকেশ মহাপাত্র, মন্দাকান্তা সেন-সহ রাজনৈতিক ব্যাক্তিত্ব মহম্মদ সেলিম, বিমান বসু ও আব্দুল মান্নান।বৃহস্পতিবার সল্টলেকের করুনাময়ীতে রাতের অন্ধকারে যে ভাবে প্রাথমিক টেট ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের তোলা হয় তার প্রতিবাদে শনিবার রাজপথ উঠল ধিক্কার মিছিল। মিছিল আগে থেকেই কোন রাজনৈতিক পতাকা বা ব্যানার দেখা যায়নি শেষ পর্যন্ত। সকলের হতেই ছিল কালো রঙের প্ল্যাকার্ড সঙ্গে  মুখে ছিল প্রতিবাদী স্লোগান। এ দিন প্রতিবাদে পথে নামা ওই বিশিষ্টজনেদের দাবি ছিল, মিছিলের কোনও রাজনৈতিক রং নেই। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন,  ‘‘ওটা বুদ্ধীজীবীদের মিছিল নয়, বামেদের মিছিল। ওদের আর গুরুত্ব নেই। এদের তো বিধানসভায় আসন নেই।’’ পাল্টা বক্তব্য রাখেন অভিনেতা বাদশা মৈত্র, বলেন, ‘‘যাঁরা এসেছেন দলমত নির্বিশেষে, ওঁরা বুদ্ধিজীবী বলতে কাদের বোঝেন জানি না, তবে প্রতিটি মানুষ নিজ যোগ্যতায় চুরি না করে জীবন যাপন করেন৷ তাই সবাই সবাই বুদ্ধিজীবী ও সম্মাননীয়।’’