জেলা

ডেঙ্গি মোকাবিলায় রাজ্যের প্রতিটি পঞ্চায়েতকে আরও সক্রিয় হতে নির্দেশ

ডেঙ্গি মোকাবিলায় রাজ্যের সমস্ত পঞ্চায়েতগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ‘আমরা এই বিষয়ে নির্দেশ প্রতিটা জেলায় পাঠিয়ে দেব। যাতে করে এই বিভাগ আরও সক্রিয়ভাবে এই দিকগুলির ওপর নজর রাখে।’ রাজ্যে ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু ঘটেছে। আক্রান্ত আরও অনেকেই ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে। আক্রান্তের হিসেবে শহরের তুলনায় মফস্বল বা গ্রামের দিকে সংখ্যাটাই বেশি। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে মঙ্গলবারও ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রতিটি জেলার স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগী বলেন, ‘বর্ষার এই সময়টা প্রতিবছরই ডেঙ্গি বা ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী পাওয়া যায়‌। এবছরও তাই হচ্ছে‌। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে চলে আসবে।’ চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা জানান, ‘সতর্কতা এই পতঙ্গবাহী রোগ এড়াতে খুবই কার্যকর। বাড়িতে বা আশেপাশে কোথাও জল জমে থাকতে দেওয়া যাবে না। ব্যবহার করতে হবে মশারি। জমা জলে যেহেতু মশার বংশবিস্তার ঘটে তাই জল জমার দিকটি নিয়ে খুবই সতর্ক থাকতে হবে।’