কলকাতা

সামনেই পঞ্চায়েত ভোট, বাড়ল স্কুল পরিচালন কমিটির মেয়াদ

স্কুলগুলির পরিচালন কমিটির মেয়াদ বাড়াল মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১৫ জুলাই পর্যন্ত কমিটিগুলির মেয়াদ বৈধ থাকবে। পর্ষদ জানিয়েছে, বহু স্কুল এপ্রিল এবং মে’তে তাদের পরিচালন কমিটির নির্বাচন স্থির করে রেখেছিল। তবে পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে তা আয়োজনের অনুমতি দেওয়া যাচ্ছে না। স্কুলগুলির দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিক রাখতে, সেই কারণেই আপাতত পরিচালন কমিটির মেয়াদ বাড়ানো হল।