জেলা

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত পানিহাটি পুরপ্রধান স্বপন ঘোষ

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় পানিহাটির পুরপ্রধান তথা মুখ্য প্রশাসক স্বপন ঘোষ । বুধবার তিনি মেডিকা হাসপাতালে ভর্তি হন। আজ ভোর ৩টে ৫৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। তিনি বিধায়ক নির্মল ঘোষের ভাই। এর আগে নির্মল ঘোষও করোনা আক্রান্ত হয়েছিলেন। ৬৪ বছরের স্বপন ঘোষ ২০১৫ থেকে পানিহাটি পুরসভার দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন স্বপন ঘোষ। তিন বছর আগে কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর। মাঝে আচমকাই তাঁর শরীর অসুস্থতার কথা জানান দিচ্ছিল। করোনা সংক্রমিত হননি তো, এই সন্দেহে পরীক্ষা করান তিনি। রিপোর্ট আসার পর তাঁর করোনা সংক্রমণের কথা জানা যায়।