দেশ

BUDGET SESSION 2025: মোদি সরকারের প্রশংসায় রাষ্ট্রপতি

শুক্রবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন শুরু হল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ সভায় ভাষণ দিয়ে। বাজেট অধিবেশনের প্রথম দিনে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২৫ সালের অর্থনৈতিক পর্যালোচনা পেশ করবেন। অর্থনৈতিক পর্যালোচনা চলমান আর্থিক বছরে অর্থনীতির কর্মক্ষমতা মূল্যায়ন করে এবং দেশের মুখোমুখি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলি সম্পর্কে তথ্য প্রকাশিত হবে ৷ আগামীকাল, শনিবার নরেন্দ্র মোদি সরকারের তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদ, লোকসভা এবং রাজ্যসভার উভয় কক্ষের যৌথ সভায় ভাষণ দেওয়ার সময় মহাকুম্ভে মৌনী অমাবস্যায় ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানান। তিনি কেন্দ্রীয় সরকারের প্রশংসা করে জানান যে, দেশ দ্রুত গতিতে সিদ্ধান্ত নিচ্ছে। কেন্দ্রে মোদি সরকারের তৃতীয় মেয়াদে দেশে তিন গুণ দ্রুত কাজ হচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু তাঁর ভাষণে বলেন, “মধ্যবিত্ত মানুষের জন্য সরকারের প্রচেষ্টা প্রশংসনীয়। সরকার মহিলাদের ক্ষমতায়নের ওপর জোর দিয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ৭০ বছর বা তার বেশি বয়সী ৬ কোটি প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বিমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার যুবকদের শিক্ষা এবং তাদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ মনোযোগ দিয়েছে। কেউ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তাই মাতৃভাষায় শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। তেরোটি ভারতীয় ভাষায় বিভিন্ন নিয়োগ পরীক্ষা পরিচালনা করে ভাষা সম্পর্কিত বাধাগুলি দূর করা হয়েছে। সরকার দেশের নারী নেতৃত্বাধীন উন্নয়নে বিশ্বাস করে। সরকারের লক্ষ্য ৩ কোটি ‘লাখপতি দিদি’ তৈরি করা।”