দেশ

আজ থেকে সংসদে শুরু বিশেষ অধিবেশন

সোমবার থেকে পুরনো সংসদেই শুরু হতে চলেছে বিশেষ অধিবেশন।  যা চলবে শুক্রবার পর্যন্ত। মঙ্গলবার থেকে নতুন সংসদ ভবনে শুরু হবে বিশেষ অধিবেশন। এদিন সকালেই অধিবেশন শুরুর আগেই ভারতের সাফল্য নিয়ে বিশেষ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি ২০ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন থেকে চন্দ্রযান-৩ এর সাফল্য নিয়ে বক্তব্য রাখেন মোদি। সংসদে ইতিবাচক পরিবেশ যাতে বজায় থাকে, তা নিয়েও বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায়, উজ্জ্বল ভবিষ্যতের পথে ভারত। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলাই লক্ষ্য। সোমবার সকাল ১১টায় সংসদের ৭৫ বছরের পথচলা নিয়ে বিশেষ ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। রাজ্যসভায় ভাষণ শুরু করবেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।উল্লেখ্য, সংসদের এই বিশেষ অধিনবেশনে আরও ৮টি গুরুত্বপূর্ণ বিল পেশ হতে পারে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।