দেশ

সপ্তাহের শুরুতেই বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

 দেশের বিভিন্ন শহরে আজ তেলের দাম বেড়ে গিয়েছে। যদিও দিল্লি, কলকাতা, মুম্বইয়ের মতো মেট্রোপলিটন শহরে আজও তেলের দামে কোনও পরিবর্তন হয়নি। সরকারি তেল সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে নয়ডার গৌতম বুদ্ধ নগরে পেট্রলের দাম প্রতি লিটার ৬ পয়সা বেশি হয়ে ৯৭ টাকা লিটার হিসাবে বিক্রি হচ্ছে। ডিজেলের দামও প্রতি লিটারে ৩ পয়সা বেড়ে ৯০.১৪ টাকায় পৌঁছেছে। রাজস্থানের রাজধানী জয়পুরে আবার পেট্রলের দাম প্রতি লিটারে বেড়েছে ১৪ পয়সা। একই ভাবে ডিজেলের দামও প্রতি লিটারে ৮ পয়সা বেড়েছে। ফলে জয়পুরে ডিজেলের দাম রয়েছে ৯৩.৮৩ টাকা প্রতি লিটার।

কোন শহরে জ্বালানির দাম পরিবর্তন হয়েছে
নয়ডা এবং গ্রেটার নয়ডায়, পেট্রোলের দাম লিটার প্রতি ৬ পয়সা বেড়ে ৯৭ টাকা এবং ডিজেলের দাম ৯০.১৪ টাকা হয়েছে। যেখানে লখনউতে পেট্রোলের দাম ১ পয়সা কমে ৯৬.৫৬ টাকা হয়েছে এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৭৫ টাকায় বিক্রি হচ্ছে। বারাণসীতে পেট্রোল ৬০ পয়সা কম বিক্রি হচ্ছে ৯৬.৮৯ টাকায় এবং ডিজেল ৫৯ পয়সা কম বিক্রি হচ্ছে ৯০.০৮ টাকা প্রতি লিটারে। রাজস্থানের জয়পুরে পেট্রোল ৯ পয়সা বেড়ে প্রতি লিটার ১০৮.৬০ টাকা এবং ডিজেল ৮ পয়সা বেড়ে ৯৩.৮৩ টাকা লিটারে বিক্রি হচ্ছে। বিহারের পাটনায় পেট্রোল বিক্রি হচ্ছে ১০৭.২৪ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯৪.০৪ টাকায়।

একনজরে দেখে নিন দেশের ৪ মহানগরে পেট্রল- ডিজেলের দাম –

  • দিল্লিতে পেট্রল ৯৬.৬৫ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৮২ টাকা
  • কলকাতায় পেট্রল ১০৬.০৩ টাকা। আর ডিজেল প্রতি লিটার ৯২.৭৬ টাকা
  • চেন্নাইতে পেট্রল ১০২.৬৩ টাকা এবং ডিজেল ৯৪.২৪ টাকা প্রতি লিটার
  • মুম্বইতে পেট্রল ১০৬.৩০ টাকা এবং ডিজেল ৯৪.২৭ টাকা প্রতি লিটার