কলকাতা

জামিনের আবেদন খারিজ, ১৪ দিনের জেল হেফাজতে পার্থ ও অর্পিতা-র

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিল নগর দায়রা আদালত ৷ এ দিন ভার্চুয়াল শুনানিতে হাজির হয়ে পার্থ বলেন, “ভার্চুয়াল মাধ্যমে শুনানি করে আমার মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে ৷” ভার্চুয়াল নয়, সশরীরে হাজির হয়েই তিনি নিজের বক্তব্য জানাতে চান বলে জানিয়েছেন আদালতে ৷ রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার কারণে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের অনুরোধে ভার্চুয়াল শুনানির অনুমতি দিয়েছিল নগর দায়রা আদালত ৷ আদালতের তরফে বলা হয়েছিল যে, পার্থকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার দরকার নেই ৷ ভার্চুয়ালি হাজির হলেই হবে ৷ সেই মতোই এ দিন মামলার ভার্চুয়াল শুনানিতে হাজির হন পার্থ ৷ তবে আদালতকে তিনি জানান, “ভার্চুয়াল নয়, তিনি সশরীরে হাজির হয়েই নিজের বক্তব্য জানাতে চান ।”