দেশ

এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বর এইমসে আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে

সোমবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে গ্রিন করিডর করে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । তারপর এয়ার অ্যাম্বুল্যান্সে করে সকাল ৯টা ৫০মিনিট নাগাদ সোজা ভুবনেশ্বরে পৌঁছন তিনি । সেখান থেকে আবার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বর এইমস-এ নিয়ে যাওয়া হয় পার্থকে । সেখানে শুরু হয়েছে তাঁর চিকিৎসা । অ্যাম্বুল্যান্স থেকে হাসপাতালের ভিতরে ঢোকার সময় বুকে ব্যথার ইঙ্গিত দেন এসএসসি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ৷ ইতিমধ্যেই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসা করার জন্য তৈরি করা হয়েছে 4 চিকিৎসকের মেডিক্যাল টিম । সেই দলে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ একজন চিকিৎসকও । এছাড়াও রয়েছেন কার্ডিওলজি, নেফ্রোলজি ও এন্ডোক্রিনোলজির বিশেষজ্ঞ । এ ছাড়াও রয়েছেন এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজিস্ট তুষারকান্তি পাত্র। এ দিন ভুবনেশ্বর বিমানবন্দরের বাইরেও কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা ছিল ৷ রাখা ছিল কেন্দ্রীয় বাহিনী এবং র‍্যাফও। হাইকোর্টের নির্দেশ মেনে আজ সকালেও কলকাতায় কড়া নিরাপত্তার মধ্যে মাত্র ২৫ মিনিটের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতা বিমানবন্দরে আনা হয় । আদালতের নির্দেশ মেনেই যাবতীয় ব্যবস্থা করে ইডির আধিকারিকরা । অসম থেকে একটি স্পেশাল এয়ার অ্যাম্বুল্যান্স নিয়ে এসে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয় । আজকের মধ্যেই ভুবনেশ্বর এইমস-এর চিকিৎসকদের একটি রিপোর্ট আদালতে পেশ করতে হবে । যদি এইমস-এর চিকিৎসকদের পর্যবেক্ষণে রিপোর্ট এমন পাওয়া যায় যে তিনি সুস্থই আছেন, সে ক্ষেত্রে ভুবনেশ্বরেই তাঁকে জেরা শুরু করবে ইডি আধিকারিকেরা ।