কলকাতা

সিবিআই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ

আবারও আদালতে ধাক্কা খেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী । রাজ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় । তাঁর জামিনের আবেদন আজ খারিজ করে দিল আদালত ৷ এর আগে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ইডির মামলায় জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় । কিন্তু সিবিআইয়ের মামলায় বৃহস্পতিবার তাঁর ভাগ্য সুপ্রসন্ন হল না ৷ কলকাতার বিচারভবনে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মামলায় পার্থর জামিনের আবেদন করা হয় । তবে তা খারিজ করে দেন বিচারক ।আদালত সূত্রে জানা গিয়েছে, গত ১১ এপ্রিল ওই মামলায় রায় ঘোষণা হওয়ার কথা ছিল । তবে সেই দিন বিচারক আদালতে না-আসায় রায় ঘোষণা রিজার্ভ রাখা হয়েছিল । আদালতের তরফ থেকে জানানো হয়, ১৭ এপ্রিল এ বিষয়ে রায় দেবেন বিচারক । সেই অনুযায়ী বৃহস্পতিবার পার্থর জামিনের বিপক্ষে রায় দেয় আদালত । ইডির মামলায় জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায় এখনও সংশোধনাগারেই রয়েছেন ৷ কারণ তিনি সিবিআই মামলায় জামিন পাননি ৷ তাই এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে তাঁর জামিন চেয়ে বারবার আবেদন করা হয়েছিল । আদালতে আইনজীবীর তরফে এদিন দাবি করা হয়, পার্থ তদন্তে সহযোগিতা করছেন । বিগত কয়েক মাস ধরে তাঁর বিরুদ্ধে নতুন কোনও অভিযোগ আনতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় । তিনি বিভিন্ন রোগে ভুগছেন । এই মর্মে তাঁকে জামিন দেওয়া হোক । তবে বিচারক সেসব দাবিতে আমল না-দিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিল করে দেন । ২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । ঠিক তারপরেই তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে ইডি । পার্থর গ্রেফতারির পর এক এক করে বিভিন্ন নতুন নতুন তথ্য হাতে আসে তদন্তকারীদের । যেমন বীরভূম থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা, সমস্ত জায়গাতে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বিভিন্ন প্লট কিংবা বাগান বাড়ির হদিশ পান গোয়েন্দারা । অবশ্য শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, বরং নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ আমলারাও যুক্ত বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।