কলকাতা

স্থগিত দুয়ারে সরকার ক্যাম্প, বাতিল পডুয়াদের অনুষ্ঠান, আগামী ৩ জানুয়ারি থেকে রাজ্যে আংশিক লকডাউনের সম্ভাবনা!

দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই পড়ুয়াদের স্বার্থের কথা মাথায় রেখে রাজ্য সরকার ৩ জানুয়ারির প্রস্তাবিত  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য শিক্ষা দফতর সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। অনুষ্ঠানে হাজির হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য সরকার সপ্তাহটিকে স্টুডেন্টস উইক হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। কিন্তু রাজ্য যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে ওই অনুষ্ঠান বাতিল ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা ছিল না। তাই, বাধ্য হয়েই শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে সব জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছেন, রাজ্যজুড়ে আট হাজার ক্যাম্প হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত এই কর্মসূচিও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  ফের আংশিক লকডাউনের পথে হাঁটার সম্ভাবনা রাজ্যের। জারি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে আবারও বিধিনিষেধ। ইঙ্গিত মিলেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই৷ এবার কোভিডের বাড়বাড়ন্ত ঠেকাতে আংশিক লকডাউনের পথে হাঁটতে পারে নবান্ন৷ শেষ দু’দিনের স্বাস্থ্য দফতরের বুলেটিনে স্পষ্ট, কোভিডের ঢেউ উঠেছে রাজ্যে৷ চিকিৎসকদের মতে, এখনই সংক্রমণের গতিতে লাগাম টানতে না পারলে বিপদ অনিবার্য৷ দেওয়াল লিখন বুঝতে পেরে সম্ভবত ৩ জানুয়ারি থেকে আংশিক লকডাউন ঘোষণা করতে পারে রাজ্য৷

একনজরে দেখে নিন কী কী বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে –

🔴 বন্ধ হতে পারে স্কুল, কলেজ।
🔴 বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বার, রেস্তোরাঁ, সুইমিং পুল, সিনেমা হল।
🔴 কমানো হতে পারে লোকাল ট্রেনের সংখ্যা।
🔴 নিষেধাজ্ঞা জারি হতে পারে রাজ্যের বিভিন্ন ইভেন্ট ও মেলাগুলিতে।

যেভাবে ওমিক্রন থাবা বসাচ্ছে গোটা দেশে, যে হারে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেইদিকে খেয়াল রেখে এবার কিছুটা রাশ টানার সম্ভাবনা রয়েছে নবান্নের। ইতিমধ্যেই কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলর কোভিড আক্রান্ত হয়েছেন। শনিবারই সামনে এসেছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর।