অক্সিজেন গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের জেরে কর্মরত শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য৷ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানা প্রধান গেট সংলগ্ন একটি বেসরকারি গ্যাস রিফিলিং প্ল্যান্টে । মৃতের নাম গোরা গোপ৷ বয়স ৫৩। গ্যাস ভরার সময় আচমকাই অক্সিজেন সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে । ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় কর্মরত শ্রমিকের দেহ । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার শেডের একাংশ উড়ে যায় । খবর পেয়ে বাকি শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় । ঘটনাস্থলে আসে মৃতের পরিবার । মৃতদেহ ফেলে রেখে ঠিকাদারকে ঘিরে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইএনটিটিইউসির শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় ও দীপঙ্কর লাহা । শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা । ন্যূনতম নিরাপত্তা ও সুরক্ষা বিধি মানে না ওরা ৷ শ্রমিকদের ন্যূনতম বেতনও দেওয়া হয় না ৷ পিএফ ও ইএসআইয়ের সুযোগও পান না ৷ যদিও অভিযোগ অস্বীকার করেন ঠিকাদার । এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষেরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । যদিও অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার। খবর পেয়ে ঘটনাস্থলে যান শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় ও দীপঙ্কর লাহা। প্রভাত চট্টোপাধ্যায় জানান, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কারখানা কারখানা কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের দাবি, মৃত শ্রমিকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে। যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।