দিল্লির সরকারি হাসপাতালে বন্দুকবাজের হামলা! গুলি লেগে মৃত্যু হল হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর। জানা গিয়েছে, হাসপাতালে ঢুকে একাধিক গুলি চালিয়েছে ১৮ বছর বয়সি এক যুবক। তবে আপাতত সে পলাতক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল চারটে নাগাদ। জানা গিয়েছে, দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে আচমকাই বন্দুক হাতে ঢুকে পড়ে ১৮ বছর বয়সি এক যুবক। সটান পৌঁছে যায় হাসপাতালের চারতলায়। সেখানে চিকিৎসাধীন ছিলেন রিয়াজুদ্দিন নামে এক ব্যক্তি। পেটের সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। রিয়াজুদ্দিনকে দেখেই সটান গুলি চালাতে শুরু করে ওই যুবক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিন থেকে চার রাউন্ড গুলি চলে। গুলি লেগে গুরুতর আহত হন রিয়াজুদ্দিন। ঘটনাস্থলে পৌঁছে রিয়াজুদ্দিনকে আহত অবস্থায় দেখতে পায় পুলিশ। তবে পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত বন্দুকবাজ পলাতক বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ডিসিপি বিষ্ণু শর্মা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাঁচটি কার্তুজের খোল উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ব্যক্তিগত আক্রোশের কারণেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। আপাতত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।