দেশ বিবিধ

বদল ঘটিয়ে গুগল প্লে স্টোরে ফিরলো পেটিএম

গুগল প্লে স্টোরে ফিরে এল পেটিএম । আজ সকালে আচমকা প্লে স্টোর থেকে গুগল এই পেমেন্ট অ্যাপ সরিয়ে দেওয়ায় তৈরি হয়েছিল জল্পনা । প্রশ্ন উঠে গিয়েছে অ্যাপের ওয়ালেটে সঞ্চিত গ্রাহকদের টাকার সুরক্ষা নিয়েও । অবশেষে উপভোক্তাদের আশ্বস্ত করে কয়েক ঘণ্টার মধ্যেই বদল ঘটিয়ে সন্ধেতেই গুগল প্লে স্টোরে স্বমহিমায় ফিরে এল পেমেন্ট অ্যাপ পেটিএম । অনলাইন জুয়া নিয়ে গুগল-এর নতুন গাইডলাইন না মানার জন্যই পেটিএম-কে প্লে স্টোর থেকে সরানো হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছিল গুগল । সংস্থার গাইডলাইন মেনে পেটিএম অ্যাপটি প্লে স্টোরে ফিরিয়ে আনতে দুপক্ষের আলোচনা চলে । অবশেষে এদিন সন্ধেয় নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে প্লে স্টোরে ফিরে আসার খবর জানায় পেটিএম। জানা গিয়েছে এই পেমেন্ট অ্যাপের বিরুদ্ধে অন্য ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করে অর্থ পুরস্কার জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল । পেটিএমে চিনা সংস্থার বিপুল লগ্নি। আবার চিনা সংস্থার বিরুদ্ধে তথ্যচুরির অভিযোগ রয়েছে। সেই কারণেই কি প্লে স্টোর থেকে উধাও? জল্পনার মধ্যেই জানা গেল, ঘটনা একেবারেই আলাদা। গুগলের অভ্যন্তরীণ নীতি ভঙ্গের অভিযোগ উঠছে ভারতীয় স্টার্টআপ সংস্থার বিরুদ্ধে। কী অভিযোগ?