দেশ

‘স্বাস্থ্য গুরুত্বপূর্ণ বটে, কিন্তু ধর্মকে কোনো ভাবেই অবহেলা নয়’, কুম্ভে রাশ টানতে নারাজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

“মানুষের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ বটে। কিন্তু ধর্মকে কোনোভাবেই অবহেলা করতে পারবো না।” উত্তরাখণ্ডের হরিদ্বারে চলা কুম্ভমেলার জনস্রোত প্রসঙ্গে একথা বললেন মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত। কুম্ভ মেলায় কোভিড বিধি মানা হচ্ছে না। করোনার দ্বিতীয় ঢেউ যখন গোটা দেশ জুড়ে থাবা বসাতে শুরু করেছে, সেই সময় মাস্ক না পরে, কোভিড বিধি শিকেয় তুলে কীভাবে গঙ্গা স্নানে হাজির হচ্ছেন মানুষ, তা নিয়ে বিভিন্ন মহলের তরফে তোলা হচ্ছে প্রশ্ন। কুম্ভের শাহি স্নান নিয়ে যখন গোটা দেশ জুড়ে আলোচনা চলছে, সেই সময় মুখ খুললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত। তিনি বলেন, কুম্ভমেলার সঙ্গে অন্য কোনও ধর্মীয় অনুষ্ঠানের তুলনা চলে না। বিশেষত নিজামুদ্দিন মার্কজের। খোলামেলা জায়গায় গঙ্গার ঘাটে চলছে শাহি স্নান। করোনার ভয়ে কোনওভাবেই তিনি মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিতে পারবেন না। মার্কজ যেখানে ঘেরা জায়গায় হয়, কুম্ভ হচ্ছে খোলামেলা জায়গায় আকাশের নীচে। পাশাপাশি ১২ বছর অন্তর একবার করে কুম্ভ মেলার আয়োজন করা হয়। তাই করোনার ভয়ে কোনওভাবেই শাহি স্নান থেকে সাধারণ মানুষকে তিনি আটকাতে পারবেন না বলে স্পষ্ট জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও শাহি স্নান উপলক্ষ্যে যতটা সম্ভব কোভিড বিধি মেনে চলার চেষ্টা করা হচ্ছে বলেও জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।