ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক ভোটারের। নদিয়া জেলার তেহট্টের ধোড়াদহ-১ গ্রাম পঞ্চায়েতের সিসা গ্রামের হালদারপাড়ার ১৬ নম্বর বুথে এই ঘটনাটি ঘটেছে। মৃতের নাম নবদ্বীপ হালদার (৫৫)। প্রচণ্ড গরমের মধ্যে ভোট দেওয়ার আশায় লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। আচমকা অসুস্থ হয়ে পড়েন। মনে করা হচ্ছে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ভোট দিতে যান তিনি। ভোটারদের লাইনে দাঁড়িয়ে নবদ্বীপবাবু অসুস্থ হয়ে পড়েন। আচমকাই অচৈতন্য হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকের দাবি, তীব্র গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত ভোটারের পরিবার সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপবাবুর ভাইপো বিজেপি প্রার্থী।